বন্ধুর লাশ - Lyrics

Arbovirus - Bishesh Droshtobyo


রাস্তায় পড়ে থাকা বন্ধুর লাশ 
তোমাদের অস্তিত্বের স্বান্তনা পুরষ্কার 
বিশ্বাসের পেছনে যে পুরুষ শক্ত
তার কিসের অহংকার 

মহা পুরুষের ছাপ রক্তে বীজ বোনে 
অন্ধত্বের খোঁজে 
পাথর, মাটি, কাঠের ক্রুশ 
অবয়ব নেয় ঈশ্বরের 

আমরা পারিনা বলতে যা চেয়েছি 
আর আমরা চোখ বন্ধ করে ভাবি কেউ ছোবেনা 

সবাই ঘুমিয়ে থাকতে চায় 
ভোরের মুখোমুখি হতে এত ভয় 
যদি না থাকে ওপারে কিছু 
অথবা শেকল হারাতে হয়

আর আমাদের ভেতরের অসুর 
আরব্য রজনীকে সামনে রেখে 
পিপাসাকে করেছে যৌক্তিক 
সভ্যতা তুমি শুধু বিলাসিতায় 

আমরা পারিনা বলতে যা চেয়েছি 
আর আমরা চোখ বন্ধ করে ভাবি কেউ ছোবেনা 

রাস্তায় পড়ে থাকা বন্ধুর লাশ 
অনেক ভারী লাগে অনেক 
আর আমার পবিত্র ভূমির শ্বাস আটকে আসে 
কতটা এগিয়েছি আমরা তা ভেবে করে উপহাস

রাস্তায় পড়ে থাকে বন্ধু 
রাস্তায় পড়ে থাকা বন্ধুর লাশ
রাস্তায় পড়ে থাকে বন্ধু 
রাস্তায় পড়ে থাকা বন্ধুর লাশ
রাস্তায় পড়ে থাকে বন্ধু 
রাস্তায় পড়ে থাকা বন্ধুর লাশ
রাস্তায় পড়ে থাকে বন্ধু 
রাস্তায় পড়ে থাকা বন্ধুর লাশ
রাস্তায় পড়ে থাকে বন্ধু 
রাস্তায় পড়ে থাকা বন্ধুর লাশ

আমরা পারিনা বলতে যা চেয়েছি 
আর আমরা চোখ বন্ধ করে ভাবি কেউ ছোবেনা

Share this

Related Posts

Previous
Next Post »