নিলাম - Lyrics

Arbovirus - Bishesh Droshtobyo

(হ্যালো...
মাইক্রোফোন টেস্টিং...১...২...৩...
হ্যালো...
এই...শোনা যাইতেছে নাকি??
হ্যাঁ...ঠিক আছে )

- এইখানে নিলামে বিক্রি হবে প্রোপাগান্ডা
- কত দিবেন আপনে?
- যেমনে চান তেমনে
- রাজা, পুরোহিত, সওদাগর বা সেনাপতি - যে যেমনে আছে, তেমনেই থাকবো
আইজ বিক্রি হবে সার্বভৌমত্বের কিছুটা
নিলাম শুরু দেড় বিলিয়ন ডলার থেইকা
দেড় বিলিয়ন ডলার

সত্য কি তাতে কি আসে যায় যখন আমরা গল্পের অপেক্ষায়
চারকোনা বাক্সে কালো আয়নায় বিভোর আমরা রূপকথায়

ডানে যাও, বামে থামো, আরামে দাঁড়াও
আধুনিক দাসত্বে সমর্পণ
ঘুমোতে যাও জেগে ওঠো কাজ করো ক্লান্ত হও
অজ্ঞতায় খুঁজে পাবে সুখ

আমাদের প্রতিবাদ কোন আঁচড় কাটেনা
আমাদের কথা হারিয়ে যায়

ফিসফিসিয়ে বলো যদি কেউ শুনে যায়
সাহস সেতো শুধুই কলমের খোঁচায়

কি হচ্ছে আর কি হতে পারে, সেই তর্কের শুরুটা ভুলে যাই
আর আমরা চা এর কাপে তুলি ঝড়
পর্দার ওপারে ওরা জিতে যায়

ডানে যাও, বামে থামো, আরামে দাঁড়াও
আধুনিক দাসত্বে সমর্পণ
ঘুমোতে যাও জেগে ওঠো কাজ করো ক্লান্ত হও
অজ্ঞতায় খুঁজে পাবে সুখ

আমাদের প্রতিবাদ কোন আঁচড় কাটেনা
আমাদের কথা হারিয়ে যায়

(তো কি দিয়া কিনবা?
অস্ত্র, বিশ্বাস, ত্যাল, জল
যেমনে ইচ্ছা কিনো, আমার ট্যাকা পাইলে হয়
নিলামে যে বেশি দিবা - আমি তোমার
প্রতিবাদের গুষ্টি মারি
দুই দিন চাপা কচলাইয়া শাউওার পো রা চুপ মারবো)

সত্য কি তাতে কি আসে যায় যখন আমরা গল্পের অপেক্ষায়
চারকোনা বাক্সে কালো আয়নায় বিভোর আমরা রূপকথায়

আমাদের প্রতিবাদ কোন আঁচড় কাটেনা
আমাদের কথা হারিয়ে যায়
আমাদের প্রতিবাদ কোন আঁচড় কাটেনা
আমাদের কথা হারিয়ে যায়

সূর্য - Lyrics

Arbovirus - Bishesh Droshtobyo

এখনি আকাশ ভেঙ্গে নামবে আলো
তাই শেষ রাত স্বপ্নে বিভোর
আধো ঘুমে আর আধো জেগে
আড়ি পাতি আমরা কজনা

আমরা আনবো আলো মাটির গভীর থেকে
আমরা থাকবো সূর্যের পাশাপাশি আজ

এখনও ঘুমিয়ে শহর তাই
নবজাত আলো নীরবে আসে
কান পাতে শূন্য রাজপথ
কোলাহল নেই বলে তার স্বতঃস্ফূর্ততা

এখনও আমাদের ভেতরের মানুষগুলো
জেগে ওঠেনি বলে আমরা আরও কিছুক্ষণ নিষ্পাপ

আমরা আনবো আলো মাটির গভীর থেকে
আমরা থাকবো সূর্যের পাশাপাশি আজ

উঁচু দালানের উঁচু জানালায়
অথবা অবহেলায় আধখানা মানুষ
সবাই সমান রোদের কাছে
কেউ আর এখানে দূরের নয়

আজ না হয় ছুটি নিজের কাছে
আজ রোদে ডুবে যাক সব
আজ না হয় সব পালটে বোকাদের জয়
আজ না হয় যাবো ভুলে সব
আজ না হয় সবার শৈশব
আজ একটা দিন শুধুই আমাদের

আলোর দিকে তাকিয়ে প্রার্থনা
জয় হোক
জয় হোক সত্যের
জয় হোক আলোকিত মানুষের
আমরা আরও কিছুক্ষণ আলোর সন্তান

আমরা আনবো আলো মাটির গভীর থেকে
এখনই আকাশ ভেঙ্গে নামবে আলো
তার স্বপ্নে আমাদের বিচরণ

মুখোশ - Lyrics

Arbovirus - Bishesh Droshtobyo

নিজেদের হয়নি দেখা 
আয়নায় অথবা নগ্নতায়
অন্যের চোখে দেখে হয়ে গেছে অভ্যাস

আমায় যদি চিনে যাও 
যদি অন্য ভাবে তাকাও
নিজেকে চেনার এত ভয় 
তাই মুখোশেরই জয় 

কে কি ভাবে 
কে কি বলে 
যদি বন্ধু হারাই 
এই ভেবে সবার মাঝে
নিজেকে লুকাই

আমায় যদি চিনে যাও 
যদি অন্য ভাবে তাকাও 
নিজেকে চেনার এত ভয় 
তাই মুখোশেরই জয় 

ভয়, সংশয়, যদি একলা চলতে হয় 
আমাদের ভেতরের মানুষটাকে 
বের হতে হবে
বের হতে হবে

আমায় যদি চিনে যাও 
যদি অন্য ভাবে তাকাও 
নিজেকে চেনার এত ভয় 
তাই মুখোশেরই জয়

নিজেকে চেনার এত ভয় 
মুখোশেরই জয়
নিজেকে চেনার এত ভয় 
মুখোশেরই জয

বন্ধুর লাশ - Lyrics

Arbovirus - Bishesh Droshtobyo


রাস্তায় পড়ে থাকা বন্ধুর লাশ 
তোমাদের অস্তিত্বের স্বান্তনা পুরষ্কার 
বিশ্বাসের পেছনে যে পুরুষ শক্ত
তার কিসের অহংকার 

মহা পুরুষের ছাপ রক্তে বীজ বোনে 
অন্ধত্বের খোঁজে 
পাথর, মাটি, কাঠের ক্রুশ 
অবয়ব নেয় ঈশ্বরের 

আমরা পারিনা বলতে যা চেয়েছি 
আর আমরা চোখ বন্ধ করে ভাবি কেউ ছোবেনা 

সবাই ঘুমিয়ে থাকতে চায় 
ভোরের মুখোমুখি হতে এত ভয় 
যদি না থাকে ওপারে কিছু 
অথবা শেকল হারাতে হয়

আর আমাদের ভেতরের অসুর 
আরব্য রজনীকে সামনে রেখে 
পিপাসাকে করেছে যৌক্তিক 
সভ্যতা তুমি শুধু বিলাসিতায় 

আমরা পারিনা বলতে যা চেয়েছি 
আর আমরা চোখ বন্ধ করে ভাবি কেউ ছোবেনা 

রাস্তায় পড়ে থাকা বন্ধুর লাশ 
অনেক ভারী লাগে অনেক 
আর আমার পবিত্র ভূমির শ্বাস আটকে আসে 
কতটা এগিয়েছি আমরা তা ভেবে করে উপহাস

রাস্তায় পড়ে থাকে বন্ধু 
রাস্তায় পড়ে থাকা বন্ধুর লাশ
রাস্তায় পড়ে থাকে বন্ধু 
রাস্তায় পড়ে থাকা বন্ধুর লাশ
রাস্তায় পড়ে থাকে বন্ধু 
রাস্তায় পড়ে থাকা বন্ধুর লাশ
রাস্তায় পড়ে থাকে বন্ধু 
রাস্তায় পড়ে থাকা বন্ধুর লাশ
রাস্তায় পড়ে থাকে বন্ধু 
রাস্তায় পড়ে থাকা বন্ধুর লাশ

আমরা পারিনা বলতে যা চেয়েছি 
আর আমরা চোখ বন্ধ করে ভাবি কেউ ছোবেনা

উত্তরাধিকার - Lyrics



তুমি হারাও যখন ভিড়ের মাঝে
তোমার সত্তা রঙ্গিত আঁধার ঘরে
যেই ঘরের দেয়ালে প্রাচীরতা
আঁকড়ে রাখে তোমায়

দেয়ালে আঁকা ভুল ছবি গুলো
প্রতিচ্ছবি হোক স্মৃতি ক্যানভাসে
যেই ছবির গভীরে অসারতা
আঁকড়ে রাখে
বিভক্ত... উত্তরাধিকার

আলোর বৃষ্টিতে মুছে যাক
কালের পদচিহ্ন
কুয়াশার বাইরের হাতছানি
সব ভুলে যাওয়া

তুমি যখন কাঁদো নিজের মাঝে
অনুভূতি মুখোশে ঢেকে থাকে
যা দেখো, যা শোন
কোন কিছুই নিয়মের বাইরে নয়

দেয়ালে আঁকা ভুল ছবি গুলো 
প্রতিচ্ছবি হোক স্মৃতি ক্যানভাসে
যেই ছবির গভীরে অসারতা
আঁকড়ে রাখে 
বিভক্ত... উত্তরাধিকার

আলোর বৃষ্টিতে মুছে যাক
কালের পদচিহ্ন
কুয়াশার বাইরের হাতছানি
সব ভুলে যাওয়া

আলোর বৃষ্টিতে মুছে যাক
কালের পদচিহ্ন
কুয়াশার বাইরের হাতছানি
সব ভুলে যাওয়া

আলোর বৃষ্টিতে মুছে যাক
কালের পদচিহ্ন
কুয়াশার বাইরের হাতছানি
সব ভুলে যাওয়া

ক্যানসারের নিশিকাব্য - Lyrics

Aurthohin - Cancer er Nishikabyo

সভ্যতার অন্য পিঠে, আঁধারের বিন্দু থেকে                                                                                                      
মধ্যাঙ্গুলি কালি মাখে, কবির খাতায় শব্দ ঢোকে                                                                                                  
রঙের উপর মরচে ধরে, লাল রক্তে বিষ ভাসে                                                                                           
মগজে আজ পাথর জমে, ঝাপসা হয় দৃষ্টি চোখের                                                                                                

অশ্লীল অসভ্য, এ আমার নিশিকাব্য
অশ্লীল অসভ্য, এ আমার নিশিকাব্য

সভ্যতার অন্য পিঠে, আঁধারের বিন্দু থেকে
মধ্যাঙ্গুলি কালি মাখে, কবির খাতায় শব্দ ঢোকে
রঙের উপর মরচে ধরে, লাল রক্তে বিষ ভাসে
মগজে আজ পাথর জমে, ঝাপসা হয় দৃষ্টি চোখের
 
আমি হাসি, তোমার ধ্বংসে
আমি বিষ ধরাই, তোমার রক্তে

নিস্তব্ধতার চিৎকারে, অট্টহাসি দুঃখে জাগে
পচনটা বাড়তে থাকে, প্রাণ হারায় অসমাপ্তে
ছয়টি আঙ্গুল একটি হাতে, নগ্ন শরীর খামচে ধরে
মাটি নামছে গভীরে, তিন ফুটের হিসেবে

আমি হাসি, তোমার ধ্বংসে 
আমি বিষ ধরাই, রক্তে
হারিয়ে যাই নি, দেখো এখনো চলছে হৃদপিণ্ডটা
এখনও আমি স্বপ্ন দেখি তোমায় ছাড়া
হারিয়ে যাই নি, দেখো এখনো চলছে হৃদপিণ্ডটা
এখনও আমি স্বপ্ন দেখি তোমায় ছাড়া

ঘড়ির কাঁটা উল্টো ঘোরে, আঁধার মুচকি হাসে
হৃদপিণ্ডের চোখের নিচে, কালি জমতে থাকে

আমি হাসি, তোমার ধ্বংসে
আমি বিষ ধরাই, রক্তে
হারিয়ে যাই নি, দেখো এখনো চলছে হৃদপিণ্ডটা
এখনও আমি স্বপ্ন দেখি তোমায় ছাড়া
হারিয়ে যাই নি, দেখো এখনো চলছে হৃদপিণ্ডটা
এখনও আমি স্বপ্ন দেখি তোমায় ছাড়া


আমি প্রিয়ার ছোঁয়ায় বিষক্রিয়ায় হারাই
আমি বেসুরো কবিতার মত
আমি অন্ধকারের হাতেমতাই
আমি ব্যাথায় তীব্র থেকে তীব্রতর
আমি অশ্লীল, আমি অসভ্য
এ আমারি, এ আমারি নিশিকাব্য

আমি প্রিয়ার ছোঁয়ায় বিষক্রিয়ায় হারাই
আমি বেসুরো কবিতার মত
আমি অন্ধকারের হাতেমতাই
আমি ব্যাথায় তীব্র থেকে তীব্রতর
আমি অশ্লীল, আমি অসভ্য
এ আমারি, এ আমারি নিশিকাব্য

আমি প্রিয়ার হাতের ছোঁয়ায় বিষক্রিয়ায় হারাই
আমি বেসুরো কবিতার মত
আমি অন্ধকারের হাতেমতাই
আমি ব্যাথায় তীব্র থেকে তীব্রতর..তীব্রতম
আমি অশ্লীল, আমি অসভ্য
এ আমারি নিশিকাব্য

আমি প্রিয়ার হাতের ছোঁয়ায় বিষক্রিয়ায় হারাই
আমি বেসুরো কবিতার মত
আমি অন্ধকারের হাতেমতাই
আমি ব্যাথায় তীব্র থেকে তীব্রতর..তীব্রতম
আমি অশ্লীল, আমি অসভ্য
এ আমারি নিশিকাব্য... ... ...

অদ্ভুত সব ছেলেগুলোর গান - Lyrics

Aurthohin - Cancer er Nishikabyo


জেগে থাকার একগুয়েমি খেলছে আমার সাথে
মাথার ভেতর অদ্ভুত সব চিন্তা ঘুরতে থাকে
পুরানো সেই গানের খাতা খালি পরে থাকে
কালির আঁচর পরে না সেথায় অশ্রু কণায় ভিজে .এ.এ..
একটা সময় চারিপাশ ছিল অনেক রঙিন
হারালে তুমি শুরু হলো অন্ধকারের দিন
কবিতা আর সুরের মাঝে হাসতো তখন সবই
সব কিছুকে শুন্য করে চলে গেলে তুমি
এখন আমার গান আসে না ইচ্ছে করে খালি
অদ্ভুত সেই ছেলের মত দেশটা দেবো পাড়ি
হয়তো কোন বনের মাঝে খুঁজে পাবো তারে
অ্যাকোস্টিক আর হারমোনিকার মাতাল করা সুরে

অদ্ভুত সেই ছেলে টা
একাই হাঁটতো জোছনায়
অদ্ভুত সেই ছেলে টা
একাই হাঁটতো জোছনায় ... জোছনায়

জেগে থাকার একগুয়েমি লাগছে কি একঘেয়ে
আবোল তাবোল ভাবতে গিয়ে চোখটা লেগে আসে
হঠাৎ করেই সামনে দেখি কে আছে দাঁড়িয়ে
গীটার হাতে একটি ছেলে এলোমেলো চুলে

আমাকেই খুঁজছ তুমি স্বপ্নের অন্তরালে
যার জন্য হাটতে চাও অজানার পথে

আমাকেই খুঁজছ তুমি স্বপ্নের অন্তরালে
যার জন্য হাটতে চাও অজানার পথে
আমায় পেলে তোমার কি আর কষ্ট থেমে যাবে 
গানের কথা ভরতে হবে, মনে কথা দিয়ে...

যখন আমার কেউ ছিলো না চাঁদের আলো ছাড়া
সঙ্গ দিতো আমায় তখন গিটার হারমোনিকা
পথ হারিয়ে চাঁদের আলোয় যখন অভিমান
তারাই তখন বলতো আমায় হয়ে যাক গান
হঠাৎ করেই ঘুম ভেঙে যায়, হয়ে যাই নিথর
কষ্টে আর ভিজছে না চোখ যেন শুকনো পাথর
অনেক দিনের পরে আবার গানের খাতা খুলি
কোথায় আমার কষ্টের শেষ এখন আমি জানি
তোমরা যখন অবাক হয়ে প্রশ্ন করবে আমায়
হঠাৎ করেই সেই তুমি আজ কিভাবে বদলায়
আমি বলবো অদ্ভুত সেই ছেলেটির কথা
লুকিয়ে আছে সবার মাঝে ভাঙতে মনে ব্যাথা

অদ্ভুত সেই ছেলে টা
একাই হাঁটতো জোছনায়
অদ্ভুত সেই ছেলে টা
একাই হাঁটতো জোছনায় ... জোছনায়