উত্তরাধিকার - Lyrics



তুমি হারাও যখন ভিড়ের মাঝে
তোমার সত্তা রঙ্গিত আঁধার ঘরে
যেই ঘরের দেয়ালে প্রাচীরতা
আঁকড়ে রাখে তোমায়

দেয়ালে আঁকা ভুল ছবি গুলো
প্রতিচ্ছবি হোক স্মৃতি ক্যানভাসে
যেই ছবির গভীরে অসারতা
আঁকড়ে রাখে
বিভক্ত... উত্তরাধিকার

আলোর বৃষ্টিতে মুছে যাক
কালের পদচিহ্ন
কুয়াশার বাইরের হাতছানি
সব ভুলে যাওয়া

তুমি যখন কাঁদো নিজের মাঝে
অনুভূতি মুখোশে ঢেকে থাকে
যা দেখো, যা শোন
কোন কিছুই নিয়মের বাইরে নয়

দেয়ালে আঁকা ভুল ছবি গুলো 
প্রতিচ্ছবি হোক স্মৃতি ক্যানভাসে
যেই ছবির গভীরে অসারতা
আঁকড়ে রাখে 
বিভক্ত... উত্তরাধিকার

আলোর বৃষ্টিতে মুছে যাক
কালের পদচিহ্ন
কুয়াশার বাইরের হাতছানি
সব ভুলে যাওয়া

আলোর বৃষ্টিতে মুছে যাক
কালের পদচিহ্ন
কুয়াশার বাইরের হাতছানি
সব ভুলে যাওয়া

আলোর বৃষ্টিতে মুছে যাক
কালের পদচিহ্ন
কুয়াশার বাইরের হাতছানি
সব ভুলে যাওয়া

ক্যানসারের নিশিকাব্য - Lyrics

Aurthohin - Cancer er Nishikabyo

সভ্যতার অন্য পিঠে, আঁধারের বিন্দু থেকে                                                                                                      
মধ্যাঙ্গুলি কালি মাখে, কবির খাতায় শব্দ ঢোকে                                                                                                  
রঙের উপর মরচে ধরে, লাল রক্তে বিষ ভাসে                                                                                           
মগজে আজ পাথর জমে, ঝাপসা হয় দৃষ্টি চোখের                                                                                                

অশ্লীল অসভ্য, এ আমার নিশিকাব্য
অশ্লীল অসভ্য, এ আমার নিশিকাব্য

সভ্যতার অন্য পিঠে, আঁধারের বিন্দু থেকে
মধ্যাঙ্গুলি কালি মাখে, কবির খাতায় শব্দ ঢোকে
রঙের উপর মরচে ধরে, লাল রক্তে বিষ ভাসে
মগজে আজ পাথর জমে, ঝাপসা হয় দৃষ্টি চোখের
 
আমি হাসি, তোমার ধ্বংসে
আমি বিষ ধরাই, তোমার রক্তে

নিস্তব্ধতার চিৎকারে, অট্টহাসি দুঃখে জাগে
পচনটা বাড়তে থাকে, প্রাণ হারায় অসমাপ্তে
ছয়টি আঙ্গুল একটি হাতে, নগ্ন শরীর খামচে ধরে
মাটি নামছে গভীরে, তিন ফুটের হিসেবে

আমি হাসি, তোমার ধ্বংসে 
আমি বিষ ধরাই, রক্তে
হারিয়ে যাই নি, দেখো এখনো চলছে হৃদপিণ্ডটা
এখনও আমি স্বপ্ন দেখি তোমায় ছাড়া
হারিয়ে যাই নি, দেখো এখনো চলছে হৃদপিণ্ডটা
এখনও আমি স্বপ্ন দেখি তোমায় ছাড়া

ঘড়ির কাঁটা উল্টো ঘোরে, আঁধার মুচকি হাসে
হৃদপিণ্ডের চোখের নিচে, কালি জমতে থাকে

আমি হাসি, তোমার ধ্বংসে
আমি বিষ ধরাই, রক্তে
হারিয়ে যাই নি, দেখো এখনো চলছে হৃদপিণ্ডটা
এখনও আমি স্বপ্ন দেখি তোমায় ছাড়া
হারিয়ে যাই নি, দেখো এখনো চলছে হৃদপিণ্ডটা
এখনও আমি স্বপ্ন দেখি তোমায় ছাড়া


আমি প্রিয়ার ছোঁয়ায় বিষক্রিয়ায় হারাই
আমি বেসুরো কবিতার মত
আমি অন্ধকারের হাতেমতাই
আমি ব্যাথায় তীব্র থেকে তীব্রতর
আমি অশ্লীল, আমি অসভ্য
এ আমারি, এ আমারি নিশিকাব্য

আমি প্রিয়ার ছোঁয়ায় বিষক্রিয়ায় হারাই
আমি বেসুরো কবিতার মত
আমি অন্ধকারের হাতেমতাই
আমি ব্যাথায় তীব্র থেকে তীব্রতর
আমি অশ্লীল, আমি অসভ্য
এ আমারি, এ আমারি নিশিকাব্য

আমি প্রিয়ার হাতের ছোঁয়ায় বিষক্রিয়ায় হারাই
আমি বেসুরো কবিতার মত
আমি অন্ধকারের হাতেমতাই
আমি ব্যাথায় তীব্র থেকে তীব্রতর..তীব্রতম
আমি অশ্লীল, আমি অসভ্য
এ আমারি নিশিকাব্য

আমি প্রিয়ার হাতের ছোঁয়ায় বিষক্রিয়ায় হারাই
আমি বেসুরো কবিতার মত
আমি অন্ধকারের হাতেমতাই
আমি ব্যাথায় তীব্র থেকে তীব্রতর..তীব্রতম
আমি অশ্লীল, আমি অসভ্য
এ আমারি নিশিকাব্য... ... ...

অদ্ভুত সব ছেলেগুলোর গান - Lyrics

Aurthohin - Cancer er Nishikabyo


জেগে থাকার একগুয়েমি খেলছে আমার সাথে
মাথার ভেতর অদ্ভুত সব চিন্তা ঘুরতে থাকে
পুরানো সেই গানের খাতা খালি পরে থাকে
কালির আঁচর পরে না সেথায় অশ্রু কণায় ভিজে .এ.এ..
একটা সময় চারিপাশ ছিল অনেক রঙিন
হারালে তুমি শুরু হলো অন্ধকারের দিন
কবিতা আর সুরের মাঝে হাসতো তখন সবই
সব কিছুকে শুন্য করে চলে গেলে তুমি
এখন আমার গান আসে না ইচ্ছে করে খালি
অদ্ভুত সেই ছেলের মত দেশটা দেবো পাড়ি
হয়তো কোন বনের মাঝে খুঁজে পাবো তারে
অ্যাকোস্টিক আর হারমোনিকার মাতাল করা সুরে

অদ্ভুত সেই ছেলে টা
একাই হাঁটতো জোছনায়
অদ্ভুত সেই ছেলে টা
একাই হাঁটতো জোছনায় ... জোছনায়

জেগে থাকার একগুয়েমি লাগছে কি একঘেয়ে
আবোল তাবোল ভাবতে গিয়ে চোখটা লেগে আসে
হঠাৎ করেই সামনে দেখি কে আছে দাঁড়িয়ে
গীটার হাতে একটি ছেলে এলোমেলো চুলে

আমাকেই খুঁজছ তুমি স্বপ্নের অন্তরালে
যার জন্য হাটতে চাও অজানার পথে

আমাকেই খুঁজছ তুমি স্বপ্নের অন্তরালে
যার জন্য হাটতে চাও অজানার পথে
আমায় পেলে তোমার কি আর কষ্ট থেমে যাবে 
গানের কথা ভরতে হবে, মনে কথা দিয়ে...

যখন আমার কেউ ছিলো না চাঁদের আলো ছাড়া
সঙ্গ দিতো আমায় তখন গিটার হারমোনিকা
পথ হারিয়ে চাঁদের আলোয় যখন অভিমান
তারাই তখন বলতো আমায় হয়ে যাক গান
হঠাৎ করেই ঘুম ভেঙে যায়, হয়ে যাই নিথর
কষ্টে আর ভিজছে না চোখ যেন শুকনো পাথর
অনেক দিনের পরে আবার গানের খাতা খুলি
কোথায় আমার কষ্টের শেষ এখন আমি জানি
তোমরা যখন অবাক হয়ে প্রশ্ন করবে আমায়
হঠাৎ করেই সেই তুমি আজ কিভাবে বদলায়
আমি বলবো অদ্ভুত সেই ছেলেটির কথা
লুকিয়ে আছে সবার মাঝে ভাঙতে মনে ব্যাথা

অদ্ভুত সেই ছেলে টা
একাই হাঁটতো জোছনায়
অদ্ভুত সেই ছেলে টা
একাই হাঁটতো জোছনায় ... জোছনায়

নিকৃষ্ট – ৩ - Lyrics

Aurthohin - Cancer er Nishikabyo


তুমি মরে গেলেও থামবোনা আমি.....

খা** মা* এখন থামো
মিথ্যে কান্না অনেক হলো
কি লিখবো জানিনা, কি গাইবো ভাবিনা
দুই পয়সার **, তোমায় আমি ** না
ভেবেছিলে কি এখনো কাঁদি
অন্ধকারে হাতড়ে ফিরি
আমি আর কাঁদিনা, তোমায় নিয়ে ভাবিনা
সূর্যটা ডুবে গেলে ভ্রান্ত হইনা

(You make me sick)
তোমার জন্য রঙিন চশমা
পৃথিবীটা ছিলো মিথ্যে খেলা
আঁধারকে আলো ভেবে তোমার অভিনয়ে
হয়েছিলো কবর বাড়ির বিছানা
ভেবেছিলে কি এখনো কাঁদি
অন্ধকারে হাতড়ে ফিরি
আমি আর কাঁদিনা, তোমায় নিয়ে ভাবিনা
সূর্যটা ডুবে গেলে ভ্রান্ত হইনা

তুমি বলেছিলে মানুষ বদলায়
আমিও বদলে গেছি
এখন দেখো কার চোখে রক্ত ঝরে, অন্ধকারে
নিকৃষ্ট

হেয় **কি *গি যাচ্ছো কোথায়
আমার কথা শেষ হয় নাই
তুমি মরলেও থামবোনা আমি
দাঁড়িয়ে থাকবো কবরের পাশে
যেদিন রাতে জোছনা উঠবে
ঘৃণায় ভিজবে তুমি *ত্র দিয়ে
কারণ তুমি অমানুষ
ওয়াক থু
তুমি অমানুষ
তুমি নিকৃষ্ট

তুমি বলেছিলে মানুষ বদলায়
আমিও বদলে গেছি
এখন দেখো কার চোখে রক্ত ঝরে, অন্ধকারে

তুমি মানে মগজ পচন
তুমি মানে কাপুরুষের ধর্ষণ
তুমি মানে মন বিকলাঙ্গ
তুমি মানে পচে যাওয়া রক্ত...
তুমি মানে মগজ নষ্ট
তুমি মানে গর্ভপাতের কষ্ট
তুমি মানে পথভ্রষ্ট
তুমি মানে ... তুমি মানে ... তুমি মানে
নিকৃষ্ট. . .

আমিও বদলে গেছি
এখন দেখো কার চোখে রক্ত ঝরে, অন্ধকারে
তুমি বলেছিলে মানুষ বদলায়
আমিও বদলে গেছি
এখন দেখো কার চোখে রক্ত ঝরে, অন্ধকারে

তুমি নিকৃষ্ট
থু!!