নিলাম - Lyrics

Arbovirus - Bishesh Droshtobyo

(হ্যালো...
মাইক্রোফোন টেস্টিং...১...২...৩...
হ্যালো...
এই...শোনা যাইতেছে নাকি??
হ্যাঁ...ঠিক আছে )

- এইখানে নিলামে বিক্রি হবে প্রোপাগান্ডা
- কত দিবেন আপনে?
- যেমনে চান তেমনে
- রাজা, পুরোহিত, সওদাগর বা সেনাপতি - যে যেমনে আছে, তেমনেই থাকবো
আইজ বিক্রি হবে সার্বভৌমত্বের কিছুটা
নিলাম শুরু দেড় বিলিয়ন ডলার থেইকা
দেড় বিলিয়ন ডলার

সত্য কি তাতে কি আসে যায় যখন আমরা গল্পের অপেক্ষায়
চারকোনা বাক্সে কালো আয়নায় বিভোর আমরা রূপকথায়

ডানে যাও, বামে থামো, আরামে দাঁড়াও
আধুনিক দাসত্বে সমর্পণ
ঘুমোতে যাও জেগে ওঠো কাজ করো ক্লান্ত হও
অজ্ঞতায় খুঁজে পাবে সুখ

আমাদের প্রতিবাদ কোন আঁচড় কাটেনা
আমাদের কথা হারিয়ে যায়

ফিসফিসিয়ে বলো যদি কেউ শুনে যায়
সাহস সেতো শুধুই কলমের খোঁচায়

কি হচ্ছে আর কি হতে পারে, সেই তর্কের শুরুটা ভুলে যাই
আর আমরা চা এর কাপে তুলি ঝড়
পর্দার ওপারে ওরা জিতে যায়

ডানে যাও, বামে থামো, আরামে দাঁড়াও
আধুনিক দাসত্বে সমর্পণ
ঘুমোতে যাও জেগে ওঠো কাজ করো ক্লান্ত হও
অজ্ঞতায় খুঁজে পাবে সুখ

আমাদের প্রতিবাদ কোন আঁচড় কাটেনা
আমাদের কথা হারিয়ে যায়

(তো কি দিয়া কিনবা?
অস্ত্র, বিশ্বাস, ত্যাল, জল
যেমনে ইচ্ছা কিনো, আমার ট্যাকা পাইলে হয়
নিলামে যে বেশি দিবা - আমি তোমার
প্রতিবাদের গুষ্টি মারি
দুই দিন চাপা কচলাইয়া শাউওার পো রা চুপ মারবো)

সত্য কি তাতে কি আসে যায় যখন আমরা গল্পের অপেক্ষায়
চারকোনা বাক্সে কালো আয়নায় বিভোর আমরা রূপকথায়

আমাদের প্রতিবাদ কোন আঁচড় কাটেনা
আমাদের কথা হারিয়ে যায়
আমাদের প্রতিবাদ কোন আঁচড় কাটেনা
আমাদের কথা হারিয়ে যায়

সূর্য - Lyrics

Arbovirus - Bishesh Droshtobyo

এখনি আকাশ ভেঙ্গে নামবে আলো
তাই শেষ রাত স্বপ্নে বিভোর
আধো ঘুমে আর আধো জেগে
আড়ি পাতি আমরা কজনা

আমরা আনবো আলো মাটির গভীর থেকে
আমরা থাকবো সূর্যের পাশাপাশি আজ

এখনও ঘুমিয়ে শহর তাই
নবজাত আলো নীরবে আসে
কান পাতে শূন্য রাজপথ
কোলাহল নেই বলে তার স্বতঃস্ফূর্ততা

এখনও আমাদের ভেতরের মানুষগুলো
জেগে ওঠেনি বলে আমরা আরও কিছুক্ষণ নিষ্পাপ

আমরা আনবো আলো মাটির গভীর থেকে
আমরা থাকবো সূর্যের পাশাপাশি আজ

উঁচু দালানের উঁচু জানালায়
অথবা অবহেলায় আধখানা মানুষ
সবাই সমান রোদের কাছে
কেউ আর এখানে দূরের নয়

আজ না হয় ছুটি নিজের কাছে
আজ রোদে ডুবে যাক সব
আজ না হয় সব পালটে বোকাদের জয়
আজ না হয় যাবো ভুলে সব
আজ না হয় সবার শৈশব
আজ একটা দিন শুধুই আমাদের

আলোর দিকে তাকিয়ে প্রার্থনা
জয় হোক
জয় হোক সত্যের
জয় হোক আলোকিত মানুষের
আমরা আরও কিছুক্ষণ আলোর সন্তান

আমরা আনবো আলো মাটির গভীর থেকে
এখনই আকাশ ভেঙ্গে নামবে আলো
তার স্বপ্নে আমাদের বিচরণ

মুখোশ - Lyrics

Arbovirus - Bishesh Droshtobyo

নিজেদের হয়নি দেখা 
আয়নায় অথবা নগ্নতায়
অন্যের চোখে দেখে হয়ে গেছে অভ্যাস

আমায় যদি চিনে যাও 
যদি অন্য ভাবে তাকাও
নিজেকে চেনার এত ভয় 
তাই মুখোশেরই জয় 

কে কি ভাবে 
কে কি বলে 
যদি বন্ধু হারাই 
এই ভেবে সবার মাঝে
নিজেকে লুকাই

আমায় যদি চিনে যাও 
যদি অন্য ভাবে তাকাও 
নিজেকে চেনার এত ভয় 
তাই মুখোশেরই জয় 

ভয়, সংশয়, যদি একলা চলতে হয় 
আমাদের ভেতরের মানুষটাকে 
বের হতে হবে
বের হতে হবে

আমায় যদি চিনে যাও 
যদি অন্য ভাবে তাকাও 
নিজেকে চেনার এত ভয় 
তাই মুখোশেরই জয়

নিজেকে চেনার এত ভয় 
মুখোশেরই জয়
নিজেকে চেনার এত ভয় 
মুখোশেরই জয

বন্ধুর লাশ - Lyrics

Arbovirus - Bishesh Droshtobyo


রাস্তায় পড়ে থাকা বন্ধুর লাশ 
তোমাদের অস্তিত্বের স্বান্তনা পুরষ্কার 
বিশ্বাসের পেছনে যে পুরুষ শক্ত
তার কিসের অহংকার 

মহা পুরুষের ছাপ রক্তে বীজ বোনে 
অন্ধত্বের খোঁজে 
পাথর, মাটি, কাঠের ক্রুশ 
অবয়ব নেয় ঈশ্বরের 

আমরা পারিনা বলতে যা চেয়েছি 
আর আমরা চোখ বন্ধ করে ভাবি কেউ ছোবেনা 

সবাই ঘুমিয়ে থাকতে চায় 
ভোরের মুখোমুখি হতে এত ভয় 
যদি না থাকে ওপারে কিছু 
অথবা শেকল হারাতে হয়

আর আমাদের ভেতরের অসুর 
আরব্য রজনীকে সামনে রেখে 
পিপাসাকে করেছে যৌক্তিক 
সভ্যতা তুমি শুধু বিলাসিতায় 

আমরা পারিনা বলতে যা চেয়েছি 
আর আমরা চোখ বন্ধ করে ভাবি কেউ ছোবেনা 

রাস্তায় পড়ে থাকা বন্ধুর লাশ 
অনেক ভারী লাগে অনেক 
আর আমার পবিত্র ভূমির শ্বাস আটকে আসে 
কতটা এগিয়েছি আমরা তা ভেবে করে উপহাস

রাস্তায় পড়ে থাকে বন্ধু 
রাস্তায় পড়ে থাকা বন্ধুর লাশ
রাস্তায় পড়ে থাকে বন্ধু 
রাস্তায় পড়ে থাকা বন্ধুর লাশ
রাস্তায় পড়ে থাকে বন্ধু 
রাস্তায় পড়ে থাকা বন্ধুর লাশ
রাস্তায় পড়ে থাকে বন্ধু 
রাস্তায় পড়ে থাকা বন্ধুর লাশ
রাস্তায় পড়ে থাকে বন্ধু 
রাস্তায় পড়ে থাকা বন্ধুর লাশ

আমরা পারিনা বলতে যা চেয়েছি 
আর আমরা চোখ বন্ধ করে ভাবি কেউ ছোবেনা