বিচরণ - Lyrics

Aurthohin - Cancer er Nishikabyo

তুমি অনেক জনপ্রিয়, উঠতে বসতে হাততালিতে
আমায় তুমি হটাতে চাও, মোর বিচরণ অন্যখানে ... অন্যখানে ... অন্যখানে ...

তুমি অনেক জনপ্রিয়, উঠতে বসতে হাততালিতে
আমায় তুমি হটাতে চাও, মোর বিচরণ অন্যখানে
চুরি করা রঙ মাখানো, গান পাওয়া যায় মাঠেঘাটে
তুমি আমায় গান শুনাবে, মোর বিচরণ অন্যখানে

দেখো আজ চারিপাশে, আঁধার আসছে ধেয়ে
কোথায় তুমি লুকোবে, কোথায় তুমি হারালে

তুমি অনেক জনপ্রিয়...
আমায় তুমি হটাতে চাও...
অন্যখানে ...

জনপ্রিয়তার লোভেতে, দিচ্ছ বেচে ছেলেমেয়েকে
যখন তারা বড় হবে, রাখবে কি হাত তোমার হাতে
ভাবছো তুমি চুপ থাকলে, অতীত সবাই ভুলে যাবে
আমায় তুমি কি ভোলাবে, মোর বিচরণ অন্যখানে

দেখো আজ চারিপাশে, আঁধার আসছে ধেয়ে  
কোথায় তুমি লুকোবে, কোথায় তুমি হারালে

ভণ্ডামি আর বেচবে কত, বাজার দর যে গেছে নেমে
দরের হিসাব কষিনি আমি, মোর বিচরণ অন্যখানে
সব কিছুই আজ বেশিবেশি, চামচা দ্বারা মুখটা খোলে
একবারও কি মাথায় আসে, কোথায় ছিলে কোথায় যাবে

দেখো আজ চারিপাশে, আঁধার আসছে ধেয়ে  
কোথায় তুমি লুকোবে, কোথায় তুমি হারালে

Share this

Related Posts

First