নিকৃষ্ট – ৩ - Lyrics

Aurthohin - Cancer er Nishikabyo


তুমি মরে গেলেও থামবোনা আমি.....

খা** মা* এখন থামো
মিথ্যে কান্না অনেক হলো
কি লিখবো জানিনা, কি গাইবো ভাবিনা
দুই পয়সার **, তোমায় আমি ** না
ভেবেছিলে কি এখনো কাঁদি
অন্ধকারে হাতড়ে ফিরি
আমি আর কাঁদিনা, তোমায় নিয়ে ভাবিনা
সূর্যটা ডুবে গেলে ভ্রান্ত হইনা

(You make me sick)
তোমার জন্য রঙিন চশমা
পৃথিবীটা ছিলো মিথ্যে খেলা
আঁধারকে আলো ভেবে তোমার অভিনয়ে
হয়েছিলো কবর বাড়ির বিছানা
ভেবেছিলে কি এখনো কাঁদি
অন্ধকারে হাতড়ে ফিরি
আমি আর কাঁদিনা, তোমায় নিয়ে ভাবিনা
সূর্যটা ডুবে গেলে ভ্রান্ত হইনা

তুমি বলেছিলে মানুষ বদলায়
আমিও বদলে গেছি
এখন দেখো কার চোখে রক্ত ঝরে, অন্ধকারে
নিকৃষ্ট

হেয় **কি *গি যাচ্ছো কোথায়
আমার কথা শেষ হয় নাই
তুমি মরলেও থামবোনা আমি
দাঁড়িয়ে থাকবো কবরের পাশে
যেদিন রাতে জোছনা উঠবে
ঘৃণায় ভিজবে তুমি *ত্র দিয়ে
কারণ তুমি অমানুষ
ওয়াক থু
তুমি অমানুষ
তুমি নিকৃষ্ট

তুমি বলেছিলে মানুষ বদলায়
আমিও বদলে গেছি
এখন দেখো কার চোখে রক্ত ঝরে, অন্ধকারে

তুমি মানে মগজ পচন
তুমি মানে কাপুরুষের ধর্ষণ
তুমি মানে মন বিকলাঙ্গ
তুমি মানে পচে যাওয়া রক্ত...
তুমি মানে মগজ নষ্ট
তুমি মানে গর্ভপাতের কষ্ট
তুমি মানে পথভ্রষ্ট
তুমি মানে ... তুমি মানে ... তুমি মানে
নিকৃষ্ট. . .

আমিও বদলে গেছি
এখন দেখো কার চোখে রক্ত ঝরে, অন্ধকারে
তুমি বলেছিলে মানুষ বদলায়
আমিও বদলে গেছি
এখন দেখো কার চোখে রক্ত ঝরে, অন্ধকারে

তুমি নিকৃষ্ট
থু!!

Share this

Related Posts

Previous
Next Post »